বিএনপির মনোনয়ন দৌড়ে আট নেতা, জামায়াত-ইসলামি আন্দোলন চূড়ান্ত


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির দুটি সংসদীয় আসনের মধ্যে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির ‘ভোটব্যাংক’ হিসেবে পরিচিত। জাতীয় নির্বাচনে বিএনপির জনপ্রিয়তা ও ধানের শীষের প্রতি সাধারণ ভোটারের আস্থা একাধিকবার প্রমাণিত হয়েছে। এখানকার রাজনীতিতে দলটির একক আধিপত্য বহু বছর ধরে দৃশ্যমান।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের ব্যাপক তৎপরতা ইতোমধ্যে জমিয়ে তুলেছে নির্বাচনী মাঠ। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সুসংগঠিতভাবে মাঠে সক্রিয়।
যদিও ইসলামী দলগুলোর সমন্বয়ে প্রার্থী দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, তবে এখনো জনমতের বিচারে সাধারণ ভোটারদের প্রথম পছন্দ বিএনপি ও ধানের শীষ। জামায়াত ও ইসলামী আন্দোলনসহ একাধিক দল আলোচনায় থাকলেও মাঠপর্যায়ে তাদের অবস্থান এখনো দৃঢ় নয়।
এদিকে জামায়াতে ইসলামি ইতোমধ্যে শেখ নেয়ামুল করীমকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ডা. সিরাজুল ইসলাম সিরাজীকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারে নামানো হয়েছে। তবে বিএনপির ভিতরে দীর্ঘদিনের গ্রুপিং ও সাংগঠনিক স্থবিরতা নেতাকর্মীদের হতাশ করেছে। অনেক ইউনিটের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো কাউন্সিল আয়োজন না হওয়ায় মাঠপর্যায়ে ভাটা পড়েছে সংগঠনে। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ ঐক্য ও সংগঠনের পুনর্গঠন না হলে ঐতিহ্যগত শক্তিও বিপদে পড়তে পারে।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত আটজন।
১. জিবা আমিনা আল গাজী – বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি জানান, তৎকালীন সময়ে নির্বাচনী সহিংসতায় তার ওপর একাধিক হামলা ও হয়রানি চালানো হয়। এরপরও তিনি নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং এবার দলের কাছ থেকে প্রতিদান প্রত্যাশা করেন।
২. ইসরাত সুলতানা ইলেন ভুট্টো – সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতিকে জয়ী হলেও ২০০৮ সালের নির্বাচনে হেরে এলাকা ছাড়েন এরপর ১ যুগে বেশি সময় এলাকায় দেখে মেলেনি তার এরপরও ২০১৮ সালে মনোনয়ন পাওয়ার পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান। পরে অনেকদিন রাজনীতি থেকে দূরে থাকলেও আবার সক্রিয় হয়েছেন। তবে নেতাকর্মীদের একাংশ তার নিষ্ক্রিয়তা ও যোগাযোগহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারন মানুষের কাছে জনপ্রিয়তা থাকলেও সাংগঠনিক নেতাকর্মীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেননি তিনি।
৩. মাহবুবুল হক নান্নু – ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক। হাসিনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা যার কন্ঠ থেকে সর্বপ্রথম উচ্চারিত হয়েছিলো সেই মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা।
বারবার কারাবরণ করেছেন এবং ঢাকা ও ঝালকাঠিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। এবারো মনোনয়নের দৌড়ে আছেন তিনি।
৪.অ্যাডভোকেট শাহাদাত হোসেন (বিএনপি)
জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন দলীয় দুঃসময়ে সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছেন। মাঠের রাজনীতিতে তার সক্রিয়তা, নেতাকর্মীদের পাশে থাকার ভূমিকা তাকে সাংগঠনিক ভাবে ব্যপক জনপ্রিয় করে তুলেছেন। যা ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন নেতাকর্মীরা। তাছাড়া তিনিই একমাত্র প্রার্থী যিনি সবসময় নিজ জেলায় অবস্থান করেন নেতাকর্মীদের বিপদে আপদে সহজেই তাকে পাওয়া যায়। এছাড়াও দলের দুঃসময়ে একাদিক রাজনৈতিক মামলার শিকার হওয়া তাকে শক্ত প্রার্থী হিসেবে পরিচিত করেছে। প্রতিনিয়তই তিনি বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রমের বাহিরেও সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নানান আচার-অনুষ্ঠানে যোগদান করে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
৫.মিঞা আহমেদ কিবরিয়া -জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য। ২০১০ সালের দুঃসময়ে যখন ঝালকাঠি জেলা বিএনপি সাংগঠনিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল, তখন দলের হাল ধরেন মিঞা আহমেদ কিবরিয়া। একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি দলকে পুনর্গঠিত করেন। বিশেষ করে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে পার্টি অফিস স্থাপন করে দলীয় কার্যক্রমকে সংগঠিত ও কার্যকর ভিত্তির ওপর দাঁড় করান। দলীয় দুঃসময়ে মাঠে সক্রিয় থাকা এই অভিজ্ঞ নেতা বর্তমানে অসুস্থতার কারণে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তবে দীর্ঘদিনের অবদান ও ত্যাগের মূল্যায়ন হিসেবে নেতাকর্মীদের অনেকেই মনে করেন, অন্তত একবারের জন্য হলেও দলীয় মনোনয়নে তার নাম বিবেচনায় আনা উচিত।
৬. মনিরুল ইসলাম নুপুর – জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দীর্ঘদিন ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পদে।
তিনি জানান, তৃণমূল নেতাকর্মীদের চাহিদার আলোকে রাজনীতি করছেন। মনোনয়ন নিয়ে আশাবাদী।
৭. জিএম আব্দুস সবুর কামরুল – কেন্দ্রীয় যুবদলের নেতা, জেলা যুবদলের সাবেক সভাপতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররাজনীতি শুরু করে এখনো মাঠে সক্রিয় রয়েছেন। নেতাকর্মীদের মাঝে তাকে নিয়ে কোন্দল নেই তিনি সকল পর্যায়ে নেতৃবৃন্দের কাছে জনপ্রিয় কিন্তু সাধারন মানুষের কাছে পরিচিতি তুলনা মূলক কম বলে ধারনা অনেকেরই। তবে জেলার একাংশের বিভিন্ন সভা সেমিনারে তার উপস্থিতি চোখে পড়ার মতো। তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে তার অবমূল্যায়ন হবে না বরং বিজয় নিশ্চিত হবে।
৮. ব্যারিস্টার এম. জি. জাকারিয়া – ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তিনি জানিয়েছেন, এবার বিএনপির মনোনয়ন চাইবেন। গত ১৫ বছরে তার নামে ৪৫টি মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন।
এছাড়া, জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করীম ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিলেন। বর্তমানে তৃণমূলে তার পক্ষে প্রচারণা চলছে।
ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে নবমুসলিম এবং আলোচিত ধর্মীয় বক্তা ডা. সিরাজুল ইসলাম সিরাজী সরাসরি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনগণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করে তিনি জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন।
বিশ্লেষকরা বলছেন, এই আসনে তরুণ ভোটারদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।
তারা বলছেন, “তরুণরা এবার যেদিকে ঝুঁকবে, বিজয় তারাই ছিনিয়ে নেবে। গণতন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ সবই দেখা হয়েছে, এবার চাই সত্যিকারের পরিবর্তন।”
সুজন-সুশাসনের জন্য নাগরিক ঝালকাঠি জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ বলেন, দলগুলো যেন এমন প্রার্থী মনোনয়ন দেয়, যারা নির্বাচিত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন। নয়তো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে না।
তবে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অভিমত, দ্রুত জেলা ও উপজেলা পর্যায়ে কাউন্সিল আয়োজন করা গেলে গ্রুপিংয়ের সংকট নিরসন সম্ভব। একইসাথে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেও তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
ভিওডি বাংলা/ এমএইচ
কুড়িগ্রামে কূষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
গণঅভ্যুত্থান-২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে …

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পটুয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে …

নেত্রকোণায় শহীদ জিয়া স্মৃতি সংসদের বিক্ষোভ কর্মসূচি
নেত্রকোণা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের …
