সিলেটে সাদাপাথর লুটে আটক ৫, আসামি ২ হাজার


সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সাদাপাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে ভোলাগঞ্জের সরকারি গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুট করা হচ্ছে। অপরাধীরা এখনও শনাক্ত না হলেও তদন্ত চলছে।
এজাহারে আরও বলা হয়েছে, এ লুটপাট খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এর ধারা ৪(২)(ঞ), বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১) এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৭৯ ও ৪৩১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এ ঘটনায় পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সরকার হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব। গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, গত এক বছরে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে মাত্র ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভিওডি বাংলা/জা