• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চান্দিনায় প্রাইভেটকারের চাপায় মা ও মেয়ে নিহত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ১১:১৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুমিল্লার চান্দিনা উপজেলায় দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (৩০) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (৫)।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মা-মেয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় এবং সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাহিনুর ও তাকিয়ার মৃত্যু হয়।

প্রাইভেটকারটি খাদে পড়ার সময় গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। গাড়ি উদ্ধারে কাজ চলছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ