• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয় : কামাল জামান

মাদারীপুর প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৩:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে উপজেলা বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কামাল জামান মোল্লা। 

তিনি বলেন, “একটি বছর আগে সবার সহযোগিতায় স্বৈরশাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। নির্বাচন ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমে জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, তারা প্রত্যেকেই সিংহপুরুষ। প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করেছি। আঠারো বছর তিনি আমাদের সুসংগঠিত রেখেছেন এবং প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।”

কামাল জামান মোল্লা আরও বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গদি থেকে নামাতে বিএনপির ভূমিকা ছিল অনবদ্য। কিন্তু আমরা কি পেলাম? আমরা পেলাম একটি নতুন চাঁদাবাজ দলযার নাম ন্যাশনাল চাঁদাবাজ পার্টি (এনসিপি)। এরা দেশকে ছিনতাইকারী ও দুর্নীতিবাজদের হাতে সোপর্দ করেছে। জামায়াতও এখন তাদের সাথে আঁতাত করছে শুধু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করার জন্য। অথচ বাংলাদেশের মানুষ অতি দ্রুত একটি নির্বাচিত সরকার চায়, তারা কোনো অন্তবর্তীকালীন সরকারের অধীনে আর থাকতে চায় না।”

কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান (সাজু মোল্লা)। সমাবেশ সঞ্চালনা করেন, মোঃকাজী খোকনুজ্জামান (খোকন) ও মো. সাইদুজ্জামান (জামাল বেপারী)।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন, “গত সতেরো বছরে আমরা মামলা, কারাবাস ও নির্যাতনের শিকার হয়েছি। মিথ্যা মামলায় এলাকা ছাড়া থেকেছি বছরের পর বছর। পরিবারের সদস্যদের জানাজায় অংশ নিতে পারিনি। এত কষ্ট সহ্য করেও কিছু মানুষ ভেবে নেয় বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু আসলেই তা নয়। আমাদের আরও সংঘবদ্ধ হতে হবে, তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে এবং জনগণের আস্থা অর্জন করে ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”

হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিল আর স্লোগানে কর্মী সমাবেশটি উৎসবমুখর পরিবেশ ধারণ করে। একের পর এক নেতাদের বক্তব্যে “বিএনপির জয়ধ্বনি”তে প্রকম্পিত হয় চারদিক।

অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ ও মো. সোহরাব হাওলাদার, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহাদাত হোসেন খান, মো. শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), মো. মাহবুব মাদবর, মজিবুর রহমান শিশু সরদার, মো. কহিনুর হাওলাদার, মো. ফারুক হাওলাদার, জাহাঙ্গীর সরদার, তাজউদ্দিন মোল্লা, চান মিয়া ভান্ডারী, শাহিন গোমস্তা, জামাল শিকদার, জাকির গোমস্তা, অনিক শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ