• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতের বিপক্ষে প্রথম মিনিটে গোল, প্রথমার্ধে বাংলাদেশের লিড

স্পোর্টস ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ইতোমধ্যেই এক ম্যাচ আগে নিশ্চিত হয়েছে। তাই আজকের বাংলাদেশ-ভারত ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার জন্য। তবু মাঠে নেমে বাংলাদেশের ফুটবলাররা দর্শক মাতাচ্ছেন। প্রথমার্ধে বাংলাদেশ ভারতের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে আছে।

কিক-অফের সঙ্গে সঙ্গে বাংলাদেশ গোল করতে সক্ষম হয়। ডান দিক থেকে মামনি চাকমার ক্রসে পূর্ণিমা মারমা দুর্দান্ত হেড করে বল জালে পাঠান। ভারতের গোলরক্ষক লাফিয়েও তা আটকাতে পারেননি। মাত্র সাত মিনিট পর ভারতের আনুশকা কুমারী সমতা আনে। এই গোলে বাংলাদেশের ডিফেন্ডিংয়ে কিছু ভুল ছিল।

৩৬ মিনিটে বাংলাদেশ আবার লিড নেয়। সংঘবদ্ধ আক্রমণে পূর্ণিমার শট ক্লিয়ার করতে না পারায় বল ফাকা থাকা আলপী আক্তারের কাছে যায় এবং তিনি ঠান্ডা মাথায় গোল করেন। এর ফলে বাংলাদেশ প্রথমার্ধ শেষে এগিয়ে যায়।

পূর্বের ম্যাচে বাংলাদেশ ভুটানের সঙ্গে ড্র করায় এবং ভারত নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য এটি কিছুটা প্রতিশোধের ম্যাচও, কারণ ভারত তাদেরকে আগে হারিয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ম্যাচের টিকিটের মূল্য ২-৬৯ হাজার টাকা!
বাংলাদেশ ম্যাচের টিকিটের মূল্য ২-৬৯ হাজার টাকা!
বদলেছে এশিয়া কাপের সময়, বাংলাদেশের ম্যাচ কখন?
বদলেছে এশিয়া কাপের সময়, বাংলাদেশের ম্যাচ কখন?
টেস্টেও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ ‘এ’ দল
টেস্টেও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ ‘এ’ দল