টপ নিউজ
রাহাত ফতেহ আলী খানের সঙ্গে গাইলেন বাংলাদেশের রুবাইয়াত জাহান
বিনোদন ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ০৯:৩২ পি.এম.


রাহাত ফতেহ আলী খানের সঙ্গে বাংলাদেশের রুবাইয়াত জাহান। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় পাকিস্তানি কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খানের সঙ্গে গান গাইলেন বাংলাদেশের রুবাইয়াত জাহান। দুই কণ্ঠের সমন্বয়ে আসছে নীরব ভালোবাসার গান ‘তুমি আমার প্রেম পিয়াসা’।
কবির বকুলের লেখা ও রাজা কাশেফের সুর-সংগীতে গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে লন্ডনে। ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত নিজেও।
সহশিল্পী হওয়ার অনুভূতি জানাতে গিয়ে রুবাইয়াত জাহান বলেন, “আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন।”
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২ সেপ্টেম্বর ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, রাহাত ফতেহ আলী খান এর আগেও বাংলা গানে কণ্ঠ দিয়েছেন।
ভিওডি বাংলা/ আরিফ