বাঁশখালীতে নিরাপত্তা ব্যবস্থা না রেখে দালান নির্মাণে জরিমানা


চট্টগ্রামের আনোয়ারা -বাঁশখালী আঞ্চলিক মহা সড়কে পথচারীর নিরাপত্তা ব্যবস্থা না রেখে দালান নির্মাণে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানি আকন।
পরিদর্শনকালে তিনি দেখতে পান, রাস্তার পাশে জায়গা না রেখে, নির্মাণসামগ্রী যেখানে সেখানে রেখে, নির্মাণাধীন বাড়ি নিরাপত্তার জন্য ঢেকে না রেখেই বাড়ি নির্মাণ অব্যাহত রাখা হয়েছে।
এসময় স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুসারে বিধিমালা লঙ্ঘন করে মার্কেট নির্মাণ অব্যাহত রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিউমার্কেটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং একই এলাকায় অবস্থিত ফুলকলি নামক একটি খাদ্যের দোকানে খাদ্যের গুনগত মান তদারকি করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানি আকন বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে কোনো বাড়ি নির্মাণ করলে বা পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ