• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় ভাতিজার করা মামলায় চাচার কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ায় জমি সংক্রান্তে ভাতিজার মামলায় চাচা মইজু মন্ডল (৬০) ও তার ছেলে মুকুল হোসেন (২৬) নামে দুইজনকে পৃথক দুইটি ধারায় ৯ মাসের কারাদন্ড এবং সে সাথে ১ হাজার পাঁচশত টাকা অর্থদন্ডের আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার  (১১ সেপ্টেম্বর ) দুপুর ২ ঘটিকার সময় আসামীদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক খাইরুল ইসলাম এ রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পূর্ব মন্ডলপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মইজু মন্ডল এবং তার ছেলে ও খলিসাকুন্ডি দৌলতপুর শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মুকুল হোসেন।
মামলা সূত্রে জানা যায়  দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে ভাইয়ের সাথে বিরোধ চলে আসছে। 

২০১৯ সালের ৩০ আগষ্টে  দুপুর অনুমান ১২.০০ টার সময় সাজাপ্রাপ্ত আসামীরা যোগসাজশ করে পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় তৈরি ধারালো রামদা, লোহার রড, লাঠি, ইত্যাদি নিয়া বে-আইনি জনতাবদ্ধে অভিযোগকারীর নির্মানাধীন বাড়ীর সামনে বাহির আঙ্গিনায় দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে এবং অভিযোগকারীর পরিবারদের সদস্যদের কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা জখমীদের  চিকিৎসার জন্য দৌলতপুর স্বাস্থ্যকমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তির ভাই আফজাল হোসেন বাদী হয়ে ঘটনার একদিন পরে দৌলতপুর থানায় ৪জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।   

উক্ত মামলাটি তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সেপেক্টর (নিরস্ত্র) মিরাজ আহমেদ তদন্ত শেষ করে অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে ২০১৯ সালের ১৯ অক্টোবরে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি দীর্ঘদিন স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষনা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে সুরক্ষা মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে সুরক্ষা মেলা অনুষ্ঠিত
বাঁশখালীতে দুর্ধর্ষ দোকান চুরির মূল হোতা ২ দিনের রিমান্ডে
বাঁশখালীতে দুর্ধর্ষ দোকান চুরির মূল হোতা ২ দিনের রিমান্ডে
বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৫
বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৫