• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।আনন্দময়ী কালীবাড়িতে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা যখন ফ্রন্টের আহ্বায়ক পরিতোষ রায়ের সভাপতিতে এবং সদস্য সচিব প্রবীর চৌধুরীর রিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। 

তিনি বলেন,আমরা জাত ধর্মবর্ন নির্বিশেষে একসাথে বসবাস করে আসছি। আমরা সকল ধর্মের মানুষদেরকে শান্তি পুর্ণভাবে বসবাস করে আসছি।

শারদীয় দুর্গাপুজার নিরাপত্তার স্বার্থে যদি আমার মন্ডপ পাহারা দিতে হয় তাতেও আমি প্রস্তুত আছি। এজটি মহল রয়েছে যারা বিশৃঙ্খলা তৈরী করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। সষযন্ত্রকরে কেউ যেন দেশ বিদেশ দুর্ণাম রটাতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহব্বান জানানো হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক পিপি ও জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ সদর থানার ওসি তদন্ত অমিতাভ দাস তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত বাঞ্ছারামপুর যখন ফ্রন্টের আহ্বায়ক রতন সাহা, সদস্য সচিব শ্যামল সূত্রধর, আশুগঞ্জ উপজেলা আহ্বায়ক পরিমল বসু, আখাউড়া আহবায়ক জোটন বনিক, বিজয়নগর সদস্য সচিব লিটন দেব, নাসিরনগর যুগ্ম আহ্বায়ক পল্লব চক্রবর্তী, কসবা সদস্য সচিব কনক কান্তি ঋষি প্রমুখ।

এছাড়াও সদর উপজেলার ও পৌর এলাকার প্রত্যেক পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। সভায় জেলার প্রত্যেক পুজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শান্তি পুর্ণ ভাবে পালনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংকটে রাজশাহীর প্রাথমিক শিক্ষাব্যবস্থা
সংকটে রাজশাহীর প্রাথমিক শিক্ষাব্যবস্থা
পাংশায় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পাংশায় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজশাহী বরেন্দ্রে আবারো আমের মৌসুম
রাজশাহী বরেন্দ্রে আবারো আমের মৌসুম