• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বর্জ্যে নষ্ট হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ

   ১১ এপ্রিল ২০২৫, ০৬:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ঘুরতে এসে সাগরের নোনাজলে নামেন প্রায় সবাই। তবে নানা কারণে সাগরজলের এই আনন্দ এখন বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের জন্য। সাগরে নামতে গিয়ে তারা পড়ছেন প্লাস্টিক আবর্জনার বিড়ম্বনায়। নানা বর্জ্য ফেলে সাগর ও সৈকতকে দূষিত করার জন্য পর্যটকরা দুষছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অসচেতন পর্যটকদের। 

এবার ঈদের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা মেলে কয়েক লাখ পর্যটকের। এতে পর্যটন নগরীটি মুখরিত হয়ে উঠার পাশাপাশি ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়ে উঠেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের খালী বোতল, চিপসের প্যাকেট, কলার খোসা ও পলিথিনসহ নানা আবর্জনা। এসব আবর্জনার বেশিরভাগ ভাসছে সমুদ্রের পানিতে। আর সেখানেই লোনা জলে গা ভাসাচ্ছেন পর্যটকরা। 

সমুদ্র সৈকতে বসানো চেয়ারের সাথে আবর্জনা ফেলার ডাস্টবিন থাকলেও সেখানে আর্বজনা ফেলা হচ্ছে না। এমন অব্যবস্থাপনার জন্য পর্যটকরা দুষছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অসচেতন পর্যটকদের।

আর্বজনা নিদৃষ্ট স্থানে ফেলার জন্য সাইনবোর্ড-বিলবোর্ড ও মাইকিং করা হলেও বেশিরভাগ পর্যটকই তা মানছেন না বলে জানান কক্সবাজার সৈকত  সি সেইফ লাইফ গার্ড রুহুল আমিন।

এ জন্য পর্যটকদের সচেতন হওয়ার আহবান জানালেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন অতিরিক্ত আইজি আপেল মাহমুদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল