দলবল নিয়ে এলডিপিতে যোগ দিলেন হাসান সারওয়ার্দী


নিজস্ব প্রতিবেদক
সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ নিয়ে বীর বিক্রম কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপিতে) যোগ দিলেন লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তারা এলডিপিতে যোগ দেন।
এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদের হাতে ফুল দিয়ে এলডিপিতে যোগ দেন চৌধুরী হাসান সারওয়ার্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ।
আলোচিত সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ডের (এআরটিডিওসি) জিওসি হিসাবেও দায়িত্ব পালন করেন।
সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনায় সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দী। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশনসহ সেনাসদরের নানা গুরুত্বপূর্ণ পদে। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের পরিচালক অপারেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদফতরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভিওডি বাংলা/এম
প্রধান উপদেষ্টার স্বজনপ্রীতির বড় উদহারণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, …

এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
রাজনৈতিক দলগুলো দেশের মানুষের কথা চিন্তা করে একমত হলে এ …

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য মো: হাসমত উল্লাহ বলেছেন, হিন্দুস্তানের …
