• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কো যাচ্ছেন শি জিনপিং

   ৫ মে ২০২৫, ০২:৪৭ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ মে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্র বাহিনীর বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ক্রেমলিন রোববার জানিয়েছে, এই সফরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শি।  আলোচনায় থাকবে চীন-রাশিয়ার কৌশলগত সম্পর্ক জোরদার, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু।

চীনা প্রেসিডেন্টের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক উত্তেজনাপূর্ণ—বিশেষত মার্কিন শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে।  অন্যদিকে ইউক্রেনে পুতিন তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ৮ থেকে ১০ মে, যা ইউক্রেনে ‘বিজয় দিবস’-কেন্দ্রিক।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘোষণাকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন।

চীন ও রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসনের আগে ‘সীমাহীন অংশীদারিত্ব’ ঘোষণা করে। এরপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, যা পশ্চিমা বিশ্বের উদ্বেগ বাড়িয়েছে।

রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘আন্তর্জাতিক অর্ডারে যখন বড় ধরনের পরিবর্তন চলছে, তখন রাশিয়া ও চীনের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে।’

চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি-তে মুখপাত্র আরও বলেন, ‘জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ব্রিকস-এর মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে রাশিয়া-চীন ঘনিষ্ঠ সহযোগিতা আরও বাড়াবে। তারা ‘গ্লোবাল সাউথ’-কে একত্রিত করে একবহুমাত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পথে নেতৃত্ব দেবে এবং একতরফা সিদ্ধান্ত ও দখলদার মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন।  জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, ‘এশিয়া ও ইউরোপে যুদ্ধের প্রধান দুটি ময়দান ছিল চীন ও রাশিয়া। নাৎসিবিরোধী যুদ্ধে বিজয়ে দুই দেশ বিপুল ত্যাগ ও অবদান রেখেছে।’

বিজয় দিবস উপলক্ষে ৯ মে মস্কোর রেড স্কয়ারে আয়োজিত সামরিক কুচকাওয়াজে রাশিয়ার ঐতিহ্যগত মিত্র রাষ্ট্রগুলোর নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না: তেহরান
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না: তেহরান
ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২২১ জনের মৃত্যু
ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২২১ জনের মৃত্যু
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩