• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

নিবন্ধন চায় নতুন ৬৫ রাজনৈতিক দল

   ১৬ মে ২০২৫, ০৫:৫২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
নির্বাচন কমিশনের নিবন্ধন চায় ৬৫টি নতুন রাজনৈতিক দল। তবে অধিকাংশ রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত মেনে আবেদন করেনি। সরেজমিনে পরিদর্শন করে কোন কোন দলের কেন্দ্রীয় কার্যালয় পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন এসব দলের ক্ষেত্রে সতর্ক হতে হবে নির্বাচন কমিশনকে। 

নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন আহবান করে গণবিজ্ঞপ্তি জারি করার পর, ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে। এরমধ্যে ৫০টি দল শর্ত অনুযায়ী সকল কমিটির দালিলিক প্রমাণ জমা দিতে পারেনি। দলগুলোর দেয়া ঠিকানা অনুযায়ী প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে ভিওডি বাংলা টিম। কয়েকটি দলের কার্যালয়ই পাওয়া যায়নি। 

জিগাতলার রাইফেল স্কয়ারে বাংলাদেশ পাক পাঞ্জাতন পার্টির কার্যালয় থাকার কথা। তবে কার্যালয়টি পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করে দলের নায়েবে আমীরকে পাওয়া যায়নি। ধানমন্ডি মধুবাজারের এই ভবনে বাংলাদেশ শান্তির দলের প্রধান কার্যালয়। দলের চেয়ারম্যান নিজের বাসাতেই ছোট্ট এক রুমে কার্যালয় করেছেন। দলের সাইনবোর্ডও নেই।

কাকরাইলের রোকেয়া মঞ্জিলের পঞ্চম তলায় অহিংস গণ আন্দোলনের কার্যালয় থাকার কথা। দলের চেয়ারম্যান মো. আবদুল্লাহ জানান, বন্ধুর অফিস আপাতত দলের জন্য ব্যবহার করছেন। তবে, বাড়ির কেয়ারটেকার বললেন তিনি জানেন না এই অফিসের ব্যাপারে।

তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদের এই ভবনে বেশকিছু রাজনৈতিক দলের কার্যালয়। চতুর্থ তলার অন্ধকার গলির ৪১৩ নম্বর কক্ষটি ন্যাপ ভাসানী নামের রাজনৈতিক দলের বলে ঠিকানা দেয়া হয়েছে নির্বাচন কমিশনে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় এটি একটি ল চেম্বার। দলের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভুলে এই ঠিকানা দিয়েছেন তিনি।

ভবনের ষষ্ঠ তলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-মার্কসবাদীর কার্যালয়। ৫ ফুট বাই ৭ ফুটের একটিকক্ষে দলটির কার্যালয়। দলের সভাপতি এম এ সামাদ পূর্বে জেপি ও বিএনএফ থেকে সংসদ নির্বাচনে এবং গণফ্রন্ট থেকে ডিএসসিসি’র মেয়র পদে নির্বাচন করেছেন। কার্যালয়ে গিয়ে প্রথমে কাউকে পাওয়া যায়নি।

তবে দলটির কার্যক্রম সম্পর্কে জানেন এমন একজন জানালেন, সক্রিয় কার্যক্রম নেই তাদের, মিথ্যা তথ্য দিয়ে অফিস ভাড়া নিয়েছেন।

ভিন্ন চিত্রও আছে। একই ফ্লোরে আছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সক্রিয় কার্যালয়। সেখানে গিয়ে বিভিন্ন কর্মসূচীর প্রস্তুতি ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের ব্যস্ত থাকতে দেখা যায়। নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে দলটি নিবন্ধনের আবেদন করেছে বলেও জানান দলের নেতারা।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর অধ্যাপক সাব্বীর আহমেদ বলেন, ভুঁইফোড় রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য সহায়ক নয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট
সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট
হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : শফিকুল আলম
হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : শফিকুল আলম
শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক
শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক