আটকের পর ইরানের ধর্মীয় নেতাকে ছেড়ে দিয়েছে সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক
হজের আগে মুসলিমদের পবিত্র স্থানসমূহে যাওয়ার প্রস্তুতির সময় পরিচিত ইরানি ধর্মীয় নেতা গোলাম রেজা গাসেমিয়ানকে আটকের পর মুক্তি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ইরান জানায়, অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। যেখানে গাসেমিয়ানকে সৌদি সরকারের সমালোচনা করতে দেখা যায়। এরপর থেকেই ইরানি কনস্যুলেটের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করা হয়।
ইরানি স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হজ তীর্থযাত্রার সময় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির ঘনিষ্ঠ মহলের সাথে সম্পর্কযুক্ত প্রভাবশালী ধর্মীয় নেতা গোলামরেজা ঘাসেমিয়ানকে গ্রেপ্তারের ঘটনা কেবল সৌদি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের দ্বৈত মানই প্রকাশ করেনি, বরং কূটনৈতিক পদক্ষেপের ভঙ্গুরতাও প্রকাশ করেছে।
ইরানের একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হজ পালনের সময় গাসেমিয়ানকে আটক করা হয়েছিল। তিনি অনলাইনে সৌদি সরকারের কঠোর সমালোচনা করেছিলেন।
একটি ভিডিওটিতে দেখা যায়, তিনি সৌদি আরবকে 'উমাইয়া কারখানার সেটিংসে' ফিরে যাওয়ার অভিযোগ করেন। হজত্রীদের তথাকথিত 'উপরিভাগের কূটনীতির' দ্বারা প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করেন।
যদিও রিয়াদের পক্ষ থেকে তাকে আটকের কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি, তবুও জল্পনা চলছে, এই ধর্মগুরুকে গ্রেপ্তারের সাথে উস্কানিমূলক ভিডিওটির যোগসূত্র রয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘাসেমিয়ান কোনো সাধারণ ধর্মযাজক নন। একসময় ধর্মীয় গানের জন্য 'গালিবাফের কোকিল' নামে পরিচিত ছিলেন তিনি। সর্বোচ্চ নেতা আলি খামেনির আগেও তিনি ছিলেন শাসকগোষ্ঠীর গণমাধ্যমের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বহুবিবাহের মতো সামাজিক নীতির একজন সোচ্চার সমর্থক।
ভিওডি বাংলা/ডিআর
নাইটক্লাবের বাইরে গাড়িচাপায় আহত ৩০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে একটি নাইটক্লাবের বাইরে গাড়ি …

নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন …

আইন ভাঙলে বাতিল হবে ভিসা, কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বিদেশি নাগরিকদের জন্য কড়া সতর্কবার্তা জারি …
