• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

   ৮ জুন ২০২৫, ১২:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নথিহীন অভিবাসীদের গ্রেপ্তার অভিযানকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেস শহর দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবিসির বরাত দিয়ে জানা গেছে, গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসনবিরোধী অভিযান শুরু করে, যার মূল লক্ষ্য—নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করা। এই অভিযান ঘিরেই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভ রূপ নেয় সংঘর্ষে, যা ছড়িয়ে পড়ে পুরো শহরে। এ অবস্থায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, রাজ্যে সৃষ্ট অরাজকতা দমনেই প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিচ্ছেন।

তবে এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ডেমোক্র্যাট এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি পরিস্থিতিকে আরও উসকে দেবে।”

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণাঞ্চলে বিক্ষোভ চলাকালে ফেডারেল এজেন্টদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। সংঘর্ষে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হয় টিয়ার গ্যাস।

এ ছাড়া শুক্রবার রাতেও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদস্যদের সঙ্গে সরাসরি মুখোমুখি হয় বিক্ষুব্ধ জনতা। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় ঘটে এই সংঘর্ষ। ওই রাতেই অন্তত ৪৪ জন অভিবাসীকে আটক করে আইসিই।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য বিক্ষোভকারী জড়ো হন ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে। সেখানেই তারা স্লোগান দেন—“মুক্তি দাও, মুক্তি দাও”।

বিবিসি জানায়, পুরো সপ্তাহজুড়ে লস অ্যাঞ্জেলেসে আইসিই-র অভিযানে মোট ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারই আটক করা হয় ৪৪ জনকে।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে সহিংস বিক্ষোভকারীরা আইসিই ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর সরাসরি আক্রমণ চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অবৈধ অপরাধীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ রুখতেই এই অভিযান অত্যন্ত জরুরি। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতারা রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। এমন অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশনা দিয়ে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না: তেহরান
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না: তেহরান
ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২২১ জনের মৃত্যু
ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২২১ জনের মৃত্যু
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩