• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েন

   ১০ জুন ২০২৫, ১১:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসীবিরোধী অভিযানের জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমন করতে ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। অন্যান্য বাহিনীকে সহযোগিতা করতে এই সেনাদের মাঠে নামানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর: রয়টার্স

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত এলাকায় ফেডারেল কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে যে সব বাহিনী কাজ করছে, তাদের সঙ্গে সমন্বয় করেই কাজ করবে মেরিন সেনারা। এলাকাটিতে কার্যকর নজরদারি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী সরবরাহের অংশ হিসেবে তাদের মোতায়েন করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর টাস্ক ফোর্স ৫১–এর আওতায় মোট ২ হাজার ১০০ জন ন্যাশনাল গার্ড সদস্য ও ৭০০ জন মেরিন সেনা দায়িত্ব পালন করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা উত্তেজনা নিয়ন্ত্রণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং বলপ্রয়োগের নীতিমালা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মেরিন সেনা মোতায়েনকে তিনি ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন। নিউসম বলেন, ‘তারা (মেরিন সেনারা) আমাদের বীর। একজন একনায়কসুলভ প্রেসিডেন্টের বাস্তবতা-বিবর্জিত ইচ্ছা পূরণের জন্য তাদের নিজের দেশের নাগরিকদের মুখোমুখি দাঁড় করানো কখনোই উচিত নয়। এটা আমেরিকান আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।’

অন্যদিকে সান ফ্রান্সিসকো পুলিশ জানায়, গতকাল রবিবার শান্তিপূর্ণ বিক্ষোভ শেষ পর্যন্ত সহিংসতা ও ভাঙচুরে রূপ নেয়। পুলিশের ভারপ্রাপ্ত প্রধান পল ইয়েপ জানান, সংঘর্ষের সময় আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

তিনি আরও জানান, বিক্ষোভস্থল না ছাড়ায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে আরও ১৪৮ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ছয়জন ছিলেন অপ্রাপ্তবয়স্ক। পরে ১৪৭ জনকে ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়াদের অর্ধেক সান ফ্রান্সিসকোর বাসিন্দা, বাকিরা শহরের।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না: তেহরান
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না: তেহরান
ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২২১ জনের মৃত্যু
ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২২১ জনের মৃত্যু
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩