ঘুড়িদহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পাসের হার শূন্য


গাইবান্ধা প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘিরে সাঘাটা উপজেলার ঘুড়িদহ উচ্চ বিদ্যালয়ে দেখা দিয়েছে চরম হতাশা। বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থীই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন এই চরম ব্যর্থতার দায়ভার কাদের ?
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, ক্লাসে অনিয়মিত পাঠদান, শিক্ষকদের দায়িত্বহীনতা এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় গাফিলতির কারণে এমন দুরবস্থা সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সন্তানদের স্কুুলে পাঠাই ভবিষ্যতের জন্য। কিন্তু এখানে ঠিকমতো ক্লাসই হয় না, পড়াশোনার পরিবেশ নেই। এত বড় ব্যর্থতার পর কেউ জবাবদিহিতায় নেই কেন ?
এদিকে বিষয়টি নিয়ে ঘুড়িদহ উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষক বা প্রধান শিক্ষকের মন্তব্য এখনো পাওয়া যায়নি। স্থানীয় শিক্ষা প্রশাসনের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তা স্পষ্ট নয়।
শিক্ষাবিদরা মনে করছেন, এই ফলাফল শুধু একটি স্কুলের নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। এখনই সময় যথাযথ পদক্ষেপ গ্রহণের, না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
রাতে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আ. লীগ কর্মী আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাতের …

ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপির অফিস ভাঙচুর
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় …

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ …
