• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী

‘মুজিববাদী সংবিধান বাতিল না করলে ফ্যাসিবাদ ফিরে আসবে’

   ২৪ জুলাই ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, দেশে একটি নতুন, জনগণের সংবিধান প্রয়োজন। তার ভাষায়, মুজিববাদী সংবিধান যতদিন থাকবে, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ফিরে আসবে।

বুধবার (২৩ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্র-জনতার সঙ্গে এক কুশল বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন বলেন, মাইলস্টোন স্কুলে সাধারণ শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামলে আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে রাজপথে নামে। অথচ আমরা যখন গোপালগঞ্জ যাই, তখন আমাদের ওপর হামলা হয়। জনগণের এই ক্ষোভের পেছনে বর্তমান শাসনব্যবস্থার দায় রয়েছে। তাই আমরা বলছি—এখন সময় এসেছে একটি নতুন সংবিধানের।

তিনি আরও বলেন, –বর্তমান সংবিধান জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতের প্রাধান্য থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা পারভীন ও ডা. আশরাফ সুমন। স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন এনসিপির কসবা উপজেলা নেতা তানভীরুল ইসলাম শাহিন, কাজী মোশাহেদ উল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্রনেতারা।

এ সময় বক্তারা চলমান রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি
রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি
শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে : নাহিদ ইসলাম
শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে : নাহিদ ইসলাম
মাইলস্টোন ট্র্র্যাজেডিতে শহীদ পরিবারের পাশে রিজভী
মাইলস্টোন ট্র্র্যাজেডিতে শহীদ পরিবারের পাশে রিজভী