• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবরার হত্যার বিচার ত্বরান্বিতে প্রধান উপদেষ্টার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুলাই ২০২৫, ০৭:৫৩ পি.এম.
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আবরার ফাহাদের বাবা, মামা, ভাই। সংগৃহীত ছবি

চব্বিশে জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আগে ১৫ বছরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী হামলা এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডগুলোর তালিকা প্রস্তুত ও তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মো. মোফাজ্জল হোসেন।

সাক্ষাতে শহীদ আবরারের পরিবার বলেন, চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হাতে যারা নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক। একই সঙ্গে আবরার হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে সরকারের হস্তক্ষেপ চান বরকত উল্লাহ।

তিনি বলেন, “দেশের স্বার্থে কথা বলায় আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো তার মা কাঁদে। যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।”

এসময় কুষ্টিয়ার গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণে উদ্যোগ নিতে অনুরোধ জানান তিনি। তার ভাষায়, “সেতু না থাকায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে।”

আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীবান্ধব করার দাবি তুলে ধরেন। তিনি বলেন, “ল্যাব, সরঞ্জাম, নিরাপত্তা—সবকিছুর সংকট রয়েছে। র‍্যাগিং বন্ধেও কঠোর ব্যবস্থা জরুরি।”

প্রধান উপদেষ্টা বলেন, “আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় জাতি স্তব্ধ হয়েছিল। এ হত্যার বিচার হবেই। পাশাপাশি, অতীতের সকল রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়াও চলছে।”

বিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা