• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টিতে ‘সেভেন আপের’ লজ্জায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক    ২৭ জুলাই ২০২৫, ১১:২৫ এ.এম.
অস্ট্রেলিয়া সিরিজে উইন্ডিজের প্রাপ্তি কেবল হতাশা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দশার নতুন ইতিহাস লিখল ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে চতুর্থ ম্যাচেও হারলো তারা, এবার ৩ উইকেটের ব্যবধানে। এই নিয়ে সপ্তমবার ২০০ বা তার বেশি রান করেও হেরে গেল ক্যারিবীয়রা—যা বিশ্ব ক্রিকেটে একমাত্র তাদেরই ‘অর্জন’।

রোববার (২৭ জুলাই) বাংলাদেশ সময় ভোরে সেন্ট কিটসে চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অথচ এই ম্যাচেও জয় অধরাই রইল। চার বল হাতে রেখেই ২০৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সিরিজে ইতোমধ্যে ৪–০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ক্যারিবীয়রা, হোয়াইটওয়াশের শঙ্কায় এখন তারা।

অদ্ভুত এক পরিসংখ্যানের জন্মও দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০ বা তার বেশি রান করেও টি-টোয়েন্টিতে সাতবার হার, এমন নজির আর কোনো দলের নেই। আগের ম্যাচে ২১৪ রান করেও তারা হেরে গিয়েছিল ২৩ বল হাতে থাকতে। টিম ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরি সেদিন ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেয়।

চতুর্থ ম্যাচে ব্যাট হাতে কেউ ফিফটি করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। সর্বোচ্চ রান শেরফান রাদারফোর্ডের ৩১। পাওয়েল ও শেফার্ড করেছেন যথাক্রমে ২৮ ও ২৬ রান। অধিনায়ক শেই হোপ করেন ১০ রান, অথচ দলের বাকি ব্যাটারদের স্ট্রাইকরেট ছিল দেড়শো’র ওপরে।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৫৪ রান দিয়ে নেন ১ উইকেট।

জবাবে শুরুটা ভাল না হলেও, ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ১৮ বলে ১ চার ৬ ছক্কায় করেন ৪৭ রান। জস ইংলিশের সঙ্গে তার ৬৬ রানের জুটি, এরপর ক্যামেরন গ্রিনের সঙ্গে ৬৩ রানের জুটি অজিদের জয়ের ভিত্তি গড়ে দেয়। শেষদিকে গ্রিন ও অ্যারন হার্ডির জুটি বাকিটা নিশ্চিত করে।

গ্রিন অপরাজিত থাকেন ৩৫ বলে ৫৫ রান করে। পুরো ইনিংসে কোনো অজিও ফিফটি করতে পারেননি, তবু ২০৬ রান তুলে জয় নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ, যেখানে কোনো ব্যাটার ফিফটি পায়নি—প্রথমটি ছিল ২০০৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ারই ২২১ রান।

সিরিজের শেষ ম্যাচটি হবে ২৯ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫টায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাককালামের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন আয়ুশ
ম্যাককালামের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন আয়ুশ
জাভির কোচ হওয়ার আবেদন বাতিল করল ভারত
জাভির কোচ হওয়ার আবেদন বাতিল করল ভারত
ওল্ড ট্রাফোর্ডে বড় দুঃসংবাদ ভারতের
ওল্ড ট্রাফোর্ডে বড় দুঃসংবাদ ভারতের