বাংলাদেশের মেয়েদের সামনে ইতিহাস গড়ার সুযোগ


এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ ইতিহাস গড়ার হাতছানি নিয়ে মাঠে নামছে তারা।
রোববার (১০ আগস্ট) লাওসের ভিয়েনতিয়ানে অবস্থিত লাও ন্যাশনাল স্টেডিয়ামে বাছাইপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।
দুই দলেরই সমান ৬ পয়েন্ট করে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের গোল সংখ্যা ১১টি, দক্ষিণ কোরিয়ার ১০টি। এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশের মেয়েরা।
এই ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: গোলরক্ষক: স্বর্ণা রানী, ডিফেন্ডার: নাবিরান খাতুন, জয়নব রিতা, আফঈদা খন্দকার (অধিনায়ক), মিডফিল্ডার: স্বপ্না রানী, সাগরিকা, তৃষ্ণা রানী, ফরোয়ার্ড: মুনকি আক্তার, সিনহা জাহান শিখা, পূজা দাস, শান্তি মার্ডিঘ
ভিওডি বাংলা/জা