ফারুকীর চিকিৎসায় বিকেলে বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত


সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকার সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয় এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।
আজ বিকেল ৩টায় হাসপাতালে মেডিক্যাল বোর্ডের একটি মিটিং অনুষ্ঠিত হবে, যেখানে ফারুকীর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ফারুকীর স্ত্রী, অভিনেত্রী নুসরাত আফরোজ তিশা, একটি ফেসবুক পোস্টে অনুরোধ করেছেন যে, বোর্ড মিটিংয়ের পরই চিকিৎসা সংক্রান্ত তথ্য জানানো হবে এবং সকলকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
ভিওডি বাংলা/জা