• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবারও চাকরি হারালেন মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক    ২৯ আগস্ট ২০২৫, ০৩:১৬ পি.এম.
‘স্পেশাল ওয়ান’খ্যাত হোসে মরিনিয়ো -ছবি সংগৃহীত

‘স্পেশাল ওয়ান’খ্যাত হোসে মরিনিয়ো যেমন প্রখ্যাত ফুটবল কোচ, তেমনি নানা চাঞ্চল্যকর ঘটনার জন্যও প্রায়ই শিরোনামে থাকেন। তবে আরেকটি বিষয়ও যেন তার নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে- বেশিরভাগ ক্লাবেই তার যাত্রার সমাপ্তি ঘটে চাকরি হারানোর মধ্য দিয়ে। সর্বশেষ তুরস্কের ক্লাব ফেনেরবাচের সঙ্গেও একই পরিণতি বরণ করলেন এই পর্তুগিজ কোচ।

তুর্কি ক্লাবটির প্রত্যাশা ছিল, মরিনিয়ো শিষ্যদের ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুলবেন। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। বুধবার রাতে প্লে-অফে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় ফেনেরবাচে, আর বেনফিকা জায়গা করে নেয় মূলপর্বে। এরপরই মরিনিয়োর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুর্কি জায়ান্টরা।

ফেনেরবাচে এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের পেশাদার দলের টেকনিক্যাল ডিরেক্টর হোসে মরিনিয়ো, যিনি ২০২৪-২৫ মৌসুম থেকে দায়িত্ব পালন করছিলেন, তার সঙ্গে আমাদের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। দায়িত্ব পালনের সময়ে দলের জন্য তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যৎ ক্যারিয়ারে তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।’

এ নিয়ে আবারও ‘চাকরি হারানোর তালিকায়’ নাম লিখলেন মরিনিয়ো, যিনি এর আগে চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার ও রোমার মতো ক্লাব থেকেও একইভাবে বিদায় নিয়েছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে
অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে
বাংলাদেশকে হারানো সহজ হবে না
বাংলাদেশকে হারানো সহজ হবে না
কোয়াব নির্বাচনে অনলাইনে ভোট, সাকিব-মাশরাফি বাদ
কোয়াব নির্বাচনে অনলাইনে ভোট, সাকিব-মাশরাফি বাদ