রাজশাহীর পরিবেশ সংকটে বাপার স্মারকলিপি ২ উপদেষ্টাকে


রাজশাহীর পরিবেশের অবনতি ও প্রতিকারমূলক উদ্যোগের দাবি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি স্মারকলিপি দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার কাছে। রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে খ্যাত রাজশাহী বর্তমানে পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাটের কারণে ঝুঁকির মুখে। বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থা, রাস্তার অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল, রাসায়নিক সার ও প্লাস্টিক ব্যবহারের কারণে বায়ুদূষণ বেড়েছে। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থার কারণে মশা-মাছির উপদ্রব এবং শ্বাসকষ্টজনিত রোগও বৃদ্ধি পাচ্ছে।
তাদের মতে, ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হচ্ছে। নবায়ন না হলে রাজশাহীর জলবায়ু ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যা কৃষি ও গৃহস্থালি কাজে সংকট তৈরি করছে এবং মরুকরণের ঝুঁকি বাড়াচ্ছে।
স্মারকলিপিতে নগরীর পুকুর ও জলাশয়ের অব্যবস্থাপনাও উল্লেখ করা হয়েছে। সেপটিক ট্যাংক ও সোকওয়েলের সংযোগ, কৃত্রিম মাছ চাষের খাদ্য প্রয়োগ এবং নোংরা পানির কারণে জলাশয়গুলো মশা ও ক্ষতিকর জীবাণুর প্রজননকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।
রাজশাহীর পরিবেশ রক্ষার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বাপা জানিয়েছে, উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ, সঠিক পানি ব্যবস্থাপনা এবং সমন্বিত পরিবেশবান্ধব নগর পরিকল্পনা ছাড়া বিকল্প নেই।
বাপার সভাপতি মো. জামাত খান বলেন, “সামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সদিচ্ছা থাকলে রাজশাহীকে আবারও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তর করা সম্ভব।”
এসময় উপস্থিত ছিলেন, বাপা রাজশাহী সভাপতি মো. জামাত খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, অধ্যক্ষ সাকেব মুহমুদ হাসান, সাবেক ছাত্রনেতা সম্রাট রায়হান, সহসভাপতি সেলিনা বেগম, ওয়েভের সভাপতি আনজুমারা খাতুন লিপি, নারী সংবাদিক হেলেন খান, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান, ব্যাবসায়ী ঐক্য পরিষদের সম্পাদক গোলাম নবী রনি, প্রকৌশলী আনিসুর রহমান, চিকিৎসক আলামিন, নারীনেত্রী রাশেদা বেগম ও ব্যাবসায়ী বাবলুর রহমানসহ অনেকে।
ভিওডি বাংলা/জা