জাহাজ নির্মাণ খাত এগিয়ে নিতে শিগগিরই আইন প্রণয়ন: আদিলুর রহমান


দেশের জাহাজ নির্মাণ খাতকে এগিয়ে নিতে শিগগিরই আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমাদের হাতে সময় কম। আমরা শুরু করে যাব, নির্বাচিত সরকার এসে সেগুলো বাস্তবায়ন করবে। পোশাক খাতের পরে জাহাজ শিল্প অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। খাতে বৈচিত্র্য আনলে তা আরও এগোবে।”
আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহিল বারী বলেন, “সোনারগাঁয়ে জাহাজ তৈরির দীর্ঘ ঐতিহ্য আছে। আনন্দ শিপইয়ার্ড সেই ঐতিহ্য ধরে রেখেছে। খাতের দীর্ঘমেয়াদী অর্থায়নে সমস্যা থাকলেও সরকারের সহযোগিতায় এটি এগিয়ে যাচ্ছে। জাহাজ নির্মাণ খাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
জাহাজটির প্রযুক্তিগত বিশদ জানা গেছে—দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট, গভীরতা ২৫ ফুট, শক্তিশালী ২,৭৩৫ হর্সপাওয়ার ইঞ্জিনচালিত এবং ঘণ্টায় ১২ নট গতিতে চলতে সক্ষম। এটি ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য পরিবহন করতে পারবে।
তুরস্কের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ