চ্যাটজিপিটির নতুন ফিচার আনছে ওপেনএআই


প্রযুক্তি ডেস্ক
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ও ডিজিটাল সেবায় সরাসরি প্রবেশের সুযোগ চালু করতে যাচ্ছে ওপেনএআই। নতুন এ সুবিধা চালু হলে চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবায় স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন করা যাবে।
সম্প্রতি ওপেনএআইয়ের ওয়েবসাইটে ‘সাইন ইন উইথ চ্যাটজিপিটি’ শিরোনামে একটি ফরম প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ব্যবহারকারীরা যেন ভবিষ্যতে চ্যাটজিপিটি অ্যাকাউন্টের মাধ্যমে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপে সাইন ইন করতে পারেন, সেই সম্ভাবনা নিয়ে কাজ করছে ওপেনএআই। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি এমন ডেভেলপারদের খুঁজছে, যারা নিজেদের অ্যাপে এই সুবিধা সংযুক্ত করতে আগ্রহী।
ওপেনএআই জানিয়েছে, আগ্রহী ডেভেলপারদের প্রতিক্রিয়া বিশ্লেষণ এবং কারিগরি সমন্বয় শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো পুরো উদ্যোগটি পরিকল্পনার পর্যায়ে রয়েছে। ফলে শিগগিরই তৃতীয় পক্ষের অ্যাপে ‘চ্যাটজিপিটি দিয়ে সাইন ইন’ সুবিধা দেখা যাওয়ার সম্ভাবনা কম।
চ্যাটজিপিটি ছাড়াও নানা খাতে সেবা সম্প্রসারণে কাজ করছে ওপেনএআই। সম্প্রতি পরীক্ষামূলকভাবে কেনাকাটার সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। শুধু তা–ই নয়, চ্যাটজিপিটিনির্ভর একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ডিআর
জেনে নিন ফেসবুকের ব্যক্তিগত তথ্য রক্ষার সহজ উপায়
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও …

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার নিয়ম
ডেস্ক রিপোর্ট
হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কলের সময় গুরুত্বপূর্ণ আলাপ …

স্পেসএক্স প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
নিজস্ব প্রতিবেদক
বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক-এর …
